আজকাল ওয়েবডেস্ক: বাম প্রার্থীকে ভোট প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ মুখার্জি রোডে। যা ঘিরে পুলিশের সঙ্গে ব্যাপক বচসা হয় কলকাতা দক্ষিণের বাম প্রার্থী সায়রা শাহ হালিমের।
আজ সকালে ভবানীপুর থানার অন্তর্গত ৭৩ নম্বর ওয়ার্ড অঞ্চলে প্রচারে বেরিয়েছিলেন সায়রা শাহ হালিম। সঙ্গে ছিলেন দলের কর্মী, সমর্থকরা। অভিযোগ, সেই সময়ে তাদের প্রচারে বাধা দেয় পুলিশ। যা ঘিরে বচসায় জড়ায় দুই পক্ষ। পুলিশের দাবি, ওই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। যার জন্য প্রচারে বাধা দেওয়া হয়।
অন্যদিকে সায়রা শাহ হালিমের অভিযোগ, "এই এলাকা কারও একার সম্পত্তি নয়। সাধারণ মানুষের এলাকায় কেন ১৪৪ ধারা জারি থাকবে। নির্বাচন কমিশনে অভিযোগ জানাব।"